কুস্তিগীরদের যৌন হেনস্থার 'শাস্তি'? ব্রিজ ভূষণের ছেলেকে এবার টিকিট বিজেপির

Karan Bhushan Singh Lok Sabha Election 2024: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ব্রিজ ভূষণ কায়সারগঞ্জ আসন থেকে দুই লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে, ব্রিজ ভূষণ ৫,৮১,৩৫৮ ভোট পান।

বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাও দেশের মহিলা কুস্তিগীরদের। তাই জনসমক্ষে ব্রিজভূষণ আর নয়। এবারের লোকসভা নির্বাচনে তাঁর ছেলেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। কায়সারগঞ্জের বর্তমান সাংসদ হলেন ব্রিজ ভূষণ শরণ সিং। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তিনি। কয়েক মাস আগে সারা দেশ উত্তাল হয় এই ঘটনা নিয়ে। যদিও তাতে ব্রিজ ভূষণের মাথা থেকে বিজেপির ছায়া সরে যায়নি। তবে লোকসভা নির্বাচনে মুখরক্ষা করতে এবার ব্রিজ ভূষণের জায়গায় তাঁর ছেলেকে কায়সারগঞ্জ আসনে প্রার্থী করতে চলেছে বিজেপি। ছেলে করণ ভূষণ সিংকে লোকসভার টিকিট দেওয়া নিয়ে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই ফোনে ব্রিজ ভূষণের সঙ্গে কথাও বলেছে।

করণ ভূষণ সিং বর্তমানে উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি। আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে কায়সারগঞ্জে ভোট হবে।

প্রায় এক দশক ধরে ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ছয়জন মহিলা কুস্তিগীর। ব্রিজ ভূষণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো দেশের বিখ্যাত পদকজয়ী কুস্তিগীররা বিশাল প্রতিবাদ সভা করেছিলেন।

কুস্তিগীরদের প্রতিবাদের পর, দিল্লি পুলিশ ২০২৩ সালের জুন মাসে ব্রিজ ভূষণের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে। দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ), ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (স্টকিং) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারার অধীনে মামলা নথিভুক্ত করে। তবে ২০ জুলাই তাঁকে জামিন দেওয়া হয়। দিল্লির একটি আদালত ছয়বারের বিজেপি সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও রায় দেয়নি।

আরও পড়ুন- ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাথা! বাহুবলী ব্রিজভূষণের ক্ষমতার আসল উৎস ফাঁস

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ব্রিজ ভূষণ কায়সারগঞ্জ আসন থেকে দুই লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে, ব্রিজ ভূষণ ৫,৮১,৩৫৮ ভোট পান। বিএসপি-এর চন্দ্রদেব রাম যাদব পান ৩.১৯ লক্ষের বেশি ভোট এবং কংগ্রেস প্রার্থী বিনয় কুমার পান্ডে পান মাত্র ৩৭,১৩২ ভোট। কিছুদিন আগেও তিনি জানতেন, তিনিই এবারও প্রার্থী হবেন। ব্রিজ ভূষণ বলেছিলেন, কায়সারগঞ্জ আসনে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। বলেছিলেন, গতবার এই ২ লাখের বেশি ভোটে জিতেছিলেন। এবারও কর্মীরা ৫ লাখ ভোটের ডাক দিয়েছেন। গত বছর কুস্তিগীরদের সঙ্গে তাঁর এই টানাপড়েন তুঙ্গে থাকাকালীনও কায়সারগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অনড় ছিলেন ব্রিজ ভূষণ। বিজেপি সাংসদ বলেছিলেন, "কায়সারগঞ্জ সে চুনাভ লড়ুঙ্গা, লড়ুঙ্গা, লড়ুঙ্গা"।

করণ সিং ভূষণ কে?

১৯৯০ সালের ১৩ ডিসেম্বর করণ সিং ভূষণের জন্ম। ডবল ট্র্যাপ শুটিংয়ে জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। করণ ভূষণ ডক্টর রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং আইন নিয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ায় বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমাও করেছেন তিনি।

করণ ভূষণ সিং বর্তমানে উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি। আগে তিনি উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। করণ গোন্ডার নবাবগঞ্জে সমবায় গ্রাম উন্নয়ন ব্যাঙ্কের সভাপতিও।

More Articles